সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন

রাজধানীর সবুজবাগে শ্রী-শ্রী বরদেশ্বরী মহাশ্মশানে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় শুরু হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। শেষ হয় সন্ধ্যা ৭টায়।

এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন সুবীর নন্দীর পরিবারের সদস্য, আত্মীয় ও বন্ধু-স্বজনরা। দূর দূরান্ত থেকে এসেছেন অনেক ভক্তরাও।

গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। সেখান থেকে বুধবার সকালে রিজেন্ট এয়ারওয়েজে তার মরদেহ দেশে আনা হয়।

এরপর নিয়ে যাওয়া হয় গ্রিন রোডে অবস্থিত শিল্পীর বাসভবনে। সেখানে আনুষ্ঠানিকতা সেরে বেলা ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পীকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

পরে এফডিসিতে শ্রদ্ধা শেষে চ্যানেল আই প্রাঙ্গণ ঘুরে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয় সুবীর নন্দীকে। সেখান থেকে সবুজবাগ শ্রী-শ্রী বরদেশ্বরী মহাশ্মশানে যায় তার মরদেহ। সেখানে বিকেল ৫টায় শুরু হয় একুশে পদকপ্রাপ্ত শিল্পীর শেষকৃত্যানুষ্ঠান।

 

পূর্ববর্তী নিবন্ধহামাসের রকেট বৃষ্টির মুখে ইসরাইলের আয়রন ডোম ব্যর্থ!
পরবর্তী নিবন্ধপরমাণু সমৃদ্ধকরণ নিয়ে বিশ্বকে ৬০ দিনের সময় দিল ইরান