পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কলোরাডো ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নিল গোরসাচকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এখন সিনেট অনুমোদন দিলে ৪৯ বছর বয়সী এই রক্ষণশীল বিচারপতি সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়ার স্থলাভিষিক্ত হবেন।
সিনেটের এক ডেমোক্রেট নেতা ইতিমধ্যে বলেছেন, নিল গোরসাচের মনোনয়ন পাওয়া বেশ কঠিন হবে।
গত বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া মারা যান। খবর বিবিসির।
মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে নিল গোরসাচকে মনোনয়নের ঘোষণা দেয়া হয়।
নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য বিচারপতি হিসেবে যে ২১ জনের নাম প্রকাশ করেছিলেন, গোরসাচ তাদেরই একজন।
নিল গোরসাচের নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিচারপতি হিসেবে নিল গোরসাচের দক্ষতা অদ্বিতীয়। অসাধারণ মেধাবী ও প্রচণ্ড নিয়মানুবর্তী নিল দল নিরপেক্ষ সমর্থন অর্জন করেছেন।’
মনোনয়নের পর প্রয়াত বিচারপতি স্কালিয়াকে স্মরণ করেন নিল গোরসাচ।