সুপ্রিমকোর্ট জাতিকে খাটো করেছে : বাণিজ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের সর্বোচ্চ আদালত জাতিকে খাটো করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার জাতীয় প্রেসক্লাবে সতীর্থ-স্বজন আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ করে তুলছে। সুপ্রিমকোর্টের রায়ের মাধ্যমে জাতিকে খাটো করা হয়েছে। তারা (সুপ্রিমকোর্ট) জাতীয় সংসদকে অপরিপক্ব বলে সংবিধান পরিপন্থি কাজ করেছেন।

দেশ-বিদেশ বা যেখানে বসেই বিএনপি ষড়যন্ত্র করুক আওয়ামী লীগ তা প্রতিহত করবে উল্লেখ করে প্রবীণ এই পার্লামেন্টারিয়ান বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে জিয়াউর রহমান হত্যা করেছে, তা আজ প্রমাণিত। ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের ধারাবাহিকতা।

তিনি বলেন, হাওয়া ভবন থেকে ২১ আগস্টের হামলার নেতৃত্ব দেয়া হয়েছে। সেই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও ২৪ জন নিহত হন। অসংখ্য মানুষ আহত হয়ে আজও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ঢাকা দক্ষিণ) শাহে আলম মুরাদ, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ক্রিকেটের সারা জাগানো ৫ ঘটনা
পরবর্তী নিবন্ধকোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ