পপুলার২৪নিউজ ডেস্ক :
মংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় সিমেন্টের কাঁচামালসহ একটি কার্গো ডুবে গেছে। সোমবার ভোর রাতে কার্গোটি ডুবে যায়। তবে এ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ জানান, সুন্দরবনের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত পানামার পতাকাবাহী জাহাজ এমভি ‘আতিকি এসবি’ থেকে সিমেন্টের কাঁচামাল বোঝাই করছিল কার্গোটি। ৪৭২ মেট্রিক টন কাঁচামাল বোঝাইয়ের পর এটি রুপসার দিকে ছেড়ে যায়। এসময় ধাক্কা লেগে কার্গোর তলা ফেটে যায়। পরে দ্রুত মূল চ্যানেলের বাইরে চরের দিকে কার্গোটিকে নিয়ে যাওয়া হয়। চরের কাছাকাছি যেতেই এটি পানির নিচে নিমজ্জিত হয়। কার্গোতে থাকা নয় বাংলাদেশি নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। তাই বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেছে বন্দরের হারবার বিভাগ। ডুবে যাওয়া কার্গোটি খুলনার একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে।