পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সুন্দরবনে সাম্প্রতিক সময়ে অন্যতম সক্রিয় জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে গত ১২ মাসে ছোট-বড় ১২টি জলদস্যু বাহিনী র্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করলো। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলানায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আলিফ ও কবিরাজ বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর আগে মঙ্গলবার সকাল ৫টা থেকে বুধবার রাত পর্যন্ত সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র্যাবের বিশেষ অভিযানে কুখ্যাত জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধান রাজুসহ ২৫ সদস্য আত্মসমর্পণ করেন। এ খবর নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
আত্মসমর্পণকারীরা সকলেই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা। এদের কাছ থেকে দেশি-বিদেশি ৩১টি আগ্নেয়াস্ত্র এবং সকল প্রকার অস্ত্রের ১ হাজার ১১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি বিদেশি একনালা বন্দুক, ৭টি বিদেশি দোনালা বন্দুক, ৪টি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৬টি ওয়ানশুটার গান ও ৪টি কাটা রাইফেল রয়েছে।
মেজর আদনান কবির জানান, আলিফ ও কবিরাজ বাহিনী পূর্ব ও পশ্চিম সুন্দরবন এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে সর্বাপেক্ষা সক্রিয় জলদস্যু বাহিনী। এসব অঞ্চলের বনজীবী ও জলজীবী সাধারণ মানুষ তাদের টার্গেট ছিলো। র্যাব-৮ এর ক্রমাগত অভিযানের কারণে কোণঠাসা হয়ে আতঙ্কিত হয়ে পড়ায় তারা অনুধাবন করে তারা ভুল পথে পরিচালিত হয়েছিল।
১৯৮৭ সালে আলিফ বাহিনী ও ২০১২ সাল থেকে কবিরাজ বাহিনী সুন্দরবনে বিপুল বিক্রমে জলদস্যু বৃত্তি শুরু করে। জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।