সুন্দরবনের ১০ কিলোমিটারে কারখানা স্থাপনে বাধা দিতে পারবে সরকার

সুন্দরবন এলাকার ১০ কিলোমিটারের (ক্রিটিক্যাল জোন) মধ্যে যেকোনো শিল্প কারখানা স্থাপনে সরকার বাধা দিতে পারবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সুন্দরবন সংরক্ষণ, সুরক্ষা ও আইনগত সব পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত সরকারের বলেও জানানো হয়েছে।

হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলোসহ বেশকিছু পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেছেন।

আদালতে আজ (মঙ্গলবার) রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধডিএসই ও সিএসইয়ের শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকে লেনদেন বেড়েছে
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকে যোগ দিলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ