সুন্দরগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
19আততায়ীদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই ওয়ার্ডের আফতাব উদ্দিনের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি লিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এর আগে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ০১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসুখী জীবনের জন্য জন্মক্রম অনুসারে বেছে নিন জীবনসঙ্গী
পরবর্তী নিবন্ধমহাখালীতে আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ