সুনামগঞ্জে ৬৫০৮ মেট্রিক টন ধান ক্রয়ের সরকারি সিদ্ধান্তে কৃষকরা হতাশ

নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জে এবার ২ লাখ ২৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৭৫ হাজার মেট্রিক টন। হাওরে ধান কাটা শেষ পর্যায়ে। এবার ধান ক্রয়ের চাহিদা দেওয়া হয়েছিল ৫০ হাজার মে.টন। সরকার এ বছর ৬৫০৮ মে.টন ধান ক্রয় করবে বলে জেলা খাদ্য অফিস সূত্র জানায়। যা গত বছরের চেয়ে ৯৯২ মে.টন কম। ধানের উৎপাদন বাড়লেও সরকার কিনবে কম। বাজারে ধানের দরপতনের আশংকা রয়েছে। ধান কেনার সরকারি এ সিদ্ধান্তে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
২০১৬ সালে সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৯৭৯ মে.টন। ২০১৭ সালে হাওরডুবির কারণে ফসল না হওয়ায় ধান কেনা যায়নি। ২০১৮ সালে ধান কেনা হয়েছে ৭৫০০ মে.টন। যা কৃষকদের হতাশ করে এবং পুরো হাওরাঞ্চলে ধানের দরপতন ঘটে। এ বছর ৬৫০৮ মে.টন ধান কেনা হবে। যা গত বছরের চেয়ে ৯৯২ মে.টন কম। ধানের উৎপাদন বাড়িয়ে লাভতো দূরের কথা, গুনতে হবে লোকসানের পরিমাণ। প্রতি মণ ৫শত টাকা দরে স্থানীয় বাজারে বিক্রি করলে উৎপাদন খরচও আসছেনা।
সুনামগঞ্জ সদর উপজেলার নারায়াণপুর গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন জানান, শুনেছি সরকার ৬৫০৮ মে.টন ধান ক্রয় করবে। এতে বাজারে পানির দরে ধান বিক্রি করতে হবে। এভাবে চলতে থাকলে চাষাবাদ করা সম্ভব হবে না।
জেলা খাদ্য কর্মকর্তা জাকারিয়া মোস্তফা বলেন, সরকার এবার সুনামগঞ্জ থেকে ২৬ টাকা কেজিতে অর্থাৎ ১০৪০ টাকা মণে ৬৫০৮ মে.টন ধান কিনবে। ৩৫ টাকা কেজিতে আতব চাল কিনবে ১৭৭৯৮ মে.টন। ৩৬ টাকা কেজিতে সিদ্ধ চাল কিনবে ১৪১৭৯ মে.টন।

পূর্ববর্তী নিবন্ধফণী বাংলাদেশ থেকে ৭০০ কিমি দূরে: ত্রাণ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিশ্বম্ভরপুরে কাজে আসছে না ৫৪ লাখ টাকার সেতু