নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জে ৩৩৯টি মণ্ডপে এ বছর শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন ৩১৩টি ও ব্যক্তিগত ২৬টি পূজামণ্ডপ । গত বছর এ সংখ্যা ছিল ৩৫১টি। এ বছর ১২টি পূজামণ্ডপ কমেছে।
১৯ সেপ্টেম্বর মঙ্লবার শুভ মহালয়া। মহালয়ার দিন থেকেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ২৫ সেপ্টেম্বর দেবীর বোধন এবং ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মাধ্যমেই শুরু হবে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নানু বলেন, এ বছর জেলায় ৩৩৯টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।