
শাল্লায় বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় বালু বা কাদা মাটি দিয়ে বাঁধের কাজ করা হচ্ছে। জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কয়েকটি স্থানে এখনও মাটি পড়েনি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুক গ্রামের পাশে খরচার হাওরপাড়ের ৬ নম্বর পিআইসি’র নির্মিত বেড়িবাঁধে নানা অনিয়ম লক্ষ্য করা গেছে। একেবারে বাঁধের গোড়া ঘেঁষে একাধিক খনতা করে মাটি উত্তোলন করায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে।
নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি হাওররক্ষা বাঁধের কাজ শতভাগ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত কত পার্সেন্ট কাজ হয়েছে এর তথ্য দিতে পারেনি পাউবো। তবে, পাউবোর দেয়া তথ্যমতে গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় ২৬টি পিআইসিতে ৭৭ দশমিক ৯৩ ভাগ কাজ করা হয়। একই সময়ে বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৩টি পিআইসির কাজের অগ্রগতি ৬৫ দশমিক ২৫ভাগ। ধর্মপাশা উপজেলায় ১৫৭টি পিআইসিতে ৭২ দশমিক ৩৩ ভাগ কাজ করা হয়। তাহিরপুর উপজেলায় ৬৮টি পিআইসিতে কাজের অগ্রগতি ৫০ভাগ। জামালগঞ্জ উপজেলায় ৪০টি পিআইসিতে কাজ হয়েছে ৫৪ দশমিক ৭৬ ভাগ। শান্তিগঞ্জ উপজেলায় প্রকল্প ৫৬টি পিআইসিতে ৬১ দশমিক ৪৭ ভাগ কাজ করা হয়। দিরাই উপজেলায় প্রকল্প ১০৪টি পিআইসিতে কাজ করা হয়েছে ৫৯ দশমিক ৫৯ ভাগ। শাল্লা উপজেলায় প্রকল্প ১৩৮টি পিআইসিতে ৫৮ দশমিক ৯৩ ভাগ কাজ করা হয়। জগন্নাথপুর উপজেলায় প্রকল্প ২৮টি পিআইসিতে কাজের অগ্রগিত ৬২ দশমিক ৭৭ ভাগ। দোয়ারাবাজার উপজেলায় প্রকল্প ৫০টি পিআইসিতে ৭০ দশমিক ৩৯ ভাগ কাজ করা হয়। ছাতক উপজেলায় ২২টি পিআইসিতে ৬৫ দশমিক ৯৫ ভাগ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলায় হাওররক্ষা বাঁধ বা ডুবন্ত বেড়ি বাঁধের পরিমাণ ১ হাজার ৬৮০ কিলোমিটার। বৃহৎ ৩৬টিসহ মোট ১৫৪টি হাওরের ইরি-বোরো ফসল রক্ষায় চলতি অর্থ বছরে ৫২০ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনঃনির্মাণ ও সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। ৭২২টি প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি’র মাধ্যমে জেলার ১১টি উপজেলায় বাঁধের কাজ শুরু হয়। এজন্যে প্রাথমিকভাবে ১২২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। তবে এ পর্যন্ত দুই কিস্তিতে ৭২২ পিআইসি’র অনুকূলে দুই কিস্তির টাকা ছাড় দিয়েছে পাউবো। কৃষক ও স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে ৫ থেকে ৭ সদস্যের একটি পিআইসি গঠন করা হয়। একটি পিআইসি সর্বোচ্চ ২৫ লাখ টাকার কাজ করতে পারে। হাওরে বাঁধ নির্মাণ কাজের নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করবে একটি পিআইসি।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ৭৫ ভাগ কাজ হয়নি। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু মাটির কাজ হয়েছে ৭০ পার্সেন্ট। মাটির আরও ৩০ পার্সেন্ট কাজ এখনো বাকি রয়েছে। এছাড়া সুলুফ, দুর্মুজ, দুর্বা লাগানোর কাজতো পুরোটাই বাকি রয়েছে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেছেন, তার কাছে সর্বশেষ তথ্য এখনো আসেনি। পিআইসিগুলো সরেজমিন দেখার পর কাজের পুরোপুরি তথ্য দেয়া যাবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৫ পার্সেন্ট কাজ হয়েছে। দুয়েক দিনের মধ্যে কাজের পুরো হিসাব পাওয়া যাবে। কাজ যাতে ভালো, মানসম্মত হয় এজন্যে পাউবো’র কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
হাওররক্ষা বাঁধ নির্মাণ কমিটির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এ পর্যন্ত ৭৫ ভাগ কাজ হয়েছে। কোথাও শতভাগ কাজ হয়েছে তা বলা যাবে না। কোনো বাঁধের মাটির কাজ শেষ হলেও ঘাস লাগানোর কাজ বাকি আছে। আমরা কাজের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর জন্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। বাকি ১০ দিনে শতভাগ কাজ সম্পন্ন হয়ে যাবে।
উল্লেখ্য, ২০১৭ সালের স্মরণকালের ভয়াবহ আগাম বন্যায় সুনামগঞ্জের সকল হাওরের ইরি-বোরো ফসল তলিয়ে যায়। ঠিকাদারদের চরম অনিয়ম, কাজ না করে বিল তুলে নিয়ে যাওয়াসহ পাউবো সিন্ডিকেটের বিরুদ্ধে জেলায় তুমুল আন্দোলন ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ছুটে আসেন। ওই সময়ের আন্দোলনের প্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয় ঠিকাদারী প্রথাকে বাতিল করে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী/খাল খননের জন্য স্কিম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষ্যে কাবিটা নীতিমালা ২০১৭ প্রণয়ন করে।