সুনামগঞ্জে সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সুজনের

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি এমন প্রচারণার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্ব করেন।
আসন্ন নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, সংসদ সদস্য প্রার্থী ও সমর্থক, সচেতন নাগরিকদের নির্বাচনী আচরণবিধির প্রতি সচেষ্ট হওয়া আহবান জানানো হয় লিখিত বক্তব্যে। সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন- সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহীনা চৌধুরী রুবি, সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, মো. নুরুল হাসান আতাহের, ফজলুল করীম সাইদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্রোরেশন শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন ৯ জন, তৃণমূলে বিভ্রান্তি