সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুল বারীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক দুস্থ মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রবাসী ইফতেখার খসরু, লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু, ইউ এস নেভির অরসর প্রাপ্ত লে. কমান্ডার এহতেশাম আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, প্রভাষক নেওয়াজ উদ্দিন, ব্যবসায়ী তাশহিজ আহমদ।
উল্লেখ্য, গত বছর ২০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আব্দুল বারী। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমের সন্তানরা তার দুস্থ সহযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং আগামীতে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নির্বাচনে অংশ না নিলেও সমস্যা নেই : এরশাদ
পরবর্তী নিবন্ধছাতকে পিকআপ ও গরুসহ ৩ চোর আটক