সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজে গাফিলতি, নীতিমালা অনুসরণ করে কাজ না করা এবং বাঁধের ঢালু ঠিকভাবে না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। গত ১৫ দিনে ৫২ টি পিআইসি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালনকারী পাউবো’র উপসহকারী প্রকৌশলীগণ জানিয়েছেন, বুধবার শাল্লায় পাউবো’র ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) থেকে দুদকের মামলার চার আসামি ও অন্য একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচজনকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি। বাদ পড়া পিআইসির সভাপতিরা হলেন- বশির আহমদ, আবুল মিয়া, শিথিল চন্দ্র দাস, সুব্রত সরকার এবং সাজু মিয়া। এর আগে দুদক’র দায়ের করা মামলায় অভিযুক্ত হওয়ায় দিরাইয়ের ৫ জন পিআইসি সভাপতিকে বাদ দেওয়া হয়। এরা হলেন- প্রদীপ ভৌমিক, লাল মিয়া, মিজানুর রহমান, মো. মোহন মিয়া ও জিয়াউর রহমান। এছাড়া এই উপজেলায় বাঁধের কাজে গাফিলতি করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ৮ জন পিআইসির সভাপতিকে। এরা হচ্ছেন মুবির মিয়া, মো. আবুল বায়েস, বদরুল আমিন, সামছুল হক, নূরে আলম, সিরাজুল হক, আব্দুর রশিদ ও আলেক মিয়া। ধর্মপাশায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে পিআইসির সভাপতি জীবন কৃষ্ণ তালুকদার, সীরু মিয়া, রূপম মিয়া, বিদ্যুৎ সরকার, বাবলু তালুকদার, চিত্ত রঞ্জন ভুইয়া ও কামাল মিয়াকে। গত ১৫ দিনে তাহিরপুরে একইভাবে ১০ পিআইসি সভাপতি এবং জগন্নাথপুরে ৭ পিআইসি সভাপতিকে শোকজ করা হয়েছে।
হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির জেলা সভাপতি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যম কর্মীদের বলেছেন, বাঁধের কাজে অনিয়ম বা গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, হাওর রক্ষা বাঁধের কাজে কোন অনিয়ম সহ্য করা হবে না।