সুনামগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

সুনামগঞ্জে পৃথকস্থানে বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ও দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাহিরপুরের সদর ইউনিয়নের ভাটিতাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে নূর হোসেন (২২),বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও এলাকার মৃত হযরত আলীর স্ত্রী শাহান বানু (৩৫), একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিদ্ধরপুর গ্রামের সুরমা বেগম (২২), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্ধ গ্রামের আসাদ আলীর ছেলে ফেরদৌস আহমেদ (১২) ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত ফজর মোহাম্মদের ছেলে মো. মোছলিম উদ্দিন (৭৫)।

তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ভাটিতাহিরপুর গ্রামের মুক্তুল হোসেন পার্শ্ববর্তী শনির হাওরে ধান ক্ষেতে কাজ করতে যান। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) নব গোপাল জানান, উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামের শাহানা বানু বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের আহত হন। আহত অবস্থায় তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানা পুলিশের ওসি সুশিল রঞ্জন দাস জানান, ডুববন্দ গ্রামের আসাদ আলীর শিশু পুত্র ফেরদৌস বাড়ির পার্শ্ববর্তী খালে জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিব উল্লাহ জানান, মঙ্গলবার ভোর রাতে বাড়ির পাশে ধানের খলায় (ধান শুকানোর জায়গা) ঘুমিয়ে ছিলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মো. মোছলিম উদ্দিন(৭৫)। ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে গিয়ে ধানের খলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এছাড়া মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিদ্ধরপুর গ্রামের সুরমা বেগম (২২) বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধনড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধখালেদাকে বাইরে কোনো হাসপাতালে রাখা যাবে না : অ্যাটর্নি জেনারেল