নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে দায়েকৃত দুদুকের মামলায় গ্রেফতার আতংক ছড়িয়ে পড়ছে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে। মামলার পরই অনেকেই আত্মগোপনে চলে গেছেন। তবে দুদুকের মামলায় সাধারন মানুষ সন্তুষ্ট প্রকাশ করছেন। তাদের দাবী দায়ী ব্যাক্তিদের কঠোর শাস্তি দেয়া হউক। যাতে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের একমাত্র খাদ্যশস্য বোর ফসল আর অরক্ষিত না থাকে। দূর্নীতি করলে শাস্তি পেতে হয় তারও নজির সৃষ্টি হউক।
হাওরের বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা ও ঠিকাদার সহ ৬১জন বিরুদ্ধে মামলা করে। এ মামলায় নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন ও ঠিকাদারী প্রতিষ্টান ইব্রাহিম ট্রেডার্স ও শামীম আহসানের মালিক বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে দুদুকের সহকারি পরিচালক ফারুক আহমদ সুনামগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন।
চলতি বছর সুনামগঞ্জে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরের বাধঁ ভেঙ্গে ৯০ভাগ বোরো ফসল তলিয়ে যায়। এক ফসলি জেলার কৃষকরা চরম দুর্ভোগ-দুর্দশায় পড়েন।