সুনামগঞ্জে দলিল জালিয়াতির অভিযোগে আনিছের ৪ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি : দলিলের ভূয়া জাল জাবেদা-নকল তৈরি করে ভূমি নামজারির অভিযোগে সুনামগঞ্জের ছাতকের আনিছ আলী নামের এক ব্যক্তির ৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর ৭জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুদরত-এ-এলাহী এ দণ্ডের আদেশ দেশ।
মামলার সুত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউপির হলদিউরা গ্রামের হলদিউরা মৌজার ৫৯খতিয়ানের ১৯১দাগের ৮শতক ভূমির এসএ রেকর্ডে মালিক ছিলেন মৃত সিদ্দেক আলী প্রকাশিত মিলিক আলী। সিদ্দেক আলী মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী ৪ছেলে ও ১মেয়ে ভোগ করে আসছেন। একই গ্রামের মাফিজ আলী পুত্র আনিছ আলী, আপ্তাব আলী, ইন্তাজ আলী, কন্যা বাউসা গ্রামের বানেছা, উত্তর খুরমা ইউনিয়নের পলিরটুক গ্রামের হুসিয়ার আলীর স্ত্রী গুলেছা, চরমহল্লাহ ইউনিয়নের নানকার গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী নুরেছা, পুত্র বধূ মৃত সাইদ আলীর স্ত্রী নেহার বেগম ও মৃত সমুজ আলীর স্ত্রী রাফিয়া বেগম এই ভূমিটি আত্মসাতের জন্য ১৭৯৯/৬৭ নম্বর দলিলের ভূয়া-জাল জাবেদা নকল তৈরি করে নামজারি ও জমা-খারিজ মোকদ্দমা ১৪১৬/১৩-১৪ (ছাতক) এর মাধ্যমে তাদের নামে নতুন ১২৪নং খতিয়ান তৈরি করে ভূমিটি দখলের চেষ্টা চালায়। এতে সিদ্দেক আলীর পুত্র আব্দুল রজাক ২০১৭ সালের ২০ফেব্রুয়ারি সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (ছাতক-দোয়ারা জোন) দঃবিঃ ৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় (সিআর ৫৯/১৭) মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশ দেন ছাতক থানা পুলিশকে। আদালতের নির্দেশে ২০১৭ সালের ২৪ মে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এতে জাল-জালিয়াতি করে দলিলের জাল জাবেদা নকল তৈরি করে আনিছ আলীর স্বাক্ষরে ৮ শতকের ভূমিটি নামজারি করার বিষয়টি ধরা পড়ে। ছাতক থানা পুলিশ তদন্ত করে পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ প্রমানের প্রতিবেদন পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ১২জুলাই সকল আসামি সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (ছাতক-দোয়ারা জোন) এর বিচারক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আনিছ আলীকে জেল হাজতে প্রেরন করেন। মামলাটি বিচার নিষ্পত্তির জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেরণ করা হয়। ২৪জুলাই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটককৃত আনিছ আলীর আইনজীবী আনিছ আলীর জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার জামিন নামঞ্জুর করেন। ৩১জুলাই ধার্য তারিখে জেল হাজত থেকে আনিছকে হাজির করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক। ৮আগষ্ট আদালতে আনিছ আলীর আইনজীবী জামিনের আবেদন করলে জামিন আবেদন আবারো নামঞ্জুর করা হয়। ১৬ আগষ্ট জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর করা হয়। মামলায় বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৮জন সাক্ষীর জবানবন্দী ও জেরা শেষে চলতি বছরের ৪ আগষ্ট উভয় পক্ষের যুক্তিতর্ক অনুষ্টিত হয়।
আরো জানা যায়, হলদিউড়া মৌজার ৫৯খতিয়ানের ১৯৫দাগে ৫৮শতক ও ২১৯দাগে ১০শতকসহ ৬৮শতক (৯পাউয়া) জায়গার এসএ রেকর্ডের মালিক ছিলেন সিদ্দেক আলী। নিজের বাড়ির রাস্তার জন্য ১৯৫দাগে সাড়ে ৫শতক ও ২১৯দাগে আড়াই শতক মোট ৮শতক রাস্তার ভূমি বাদে ১৯৬৭ইং সনে ১৭৯৯ নম্বর দলীল মূলে দুই কিয়ার (৬০শতক) জায়গা মাফিজ আলীর কাছে বিক্রি করেন। উক্ত একমাত্র মালিকানাধীন রাস্তা দিয়ে ৫০/৬০বছর ধরে চলাচল করে আসছেন সিদ্দেক আলী গংরা। ২০০৫সালের ১৬জুন মৃত সিদ্দেক আলীর পুত্র আবদুন নুর, আবদুল মতলিব, আবদুর রাজ্জাক ও আবদুল মানিক ৮শতকের মালিকানাধীন রাস্তাটি স্মরন লিপির মাধ্যমে আপন খালাতো ভাই সিরাজ উদ্দিনের পরিবারকে উন্মুক্ত করে দেন। দু’দাগের অবিক্রিত রাস্তাটি ২০১৩সালে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় আনিছ বাহিনী।
২০১৩সালের ১০ডিসেম্বর রাস্তা জোর পূর্বক কেটে দেয় এ সন্ত্রাসী বাহিনী। মাফিজ আলী ক্রয় করা ৬০শতক জায়গাটি ১৯৭২সালে তার বড় ছেলে সাইদ আলীর স্ত্রী ও নেহার বেগমের নামে কাবিনে রেজিষ্টারী করে দেন। অভিযোগ উঠেছে, বুড়াইরগাঁও ভুমি অফিসে আর্থিক লেনদেনের মাধ্যমে দলিল মূলে ক্রয় করা দুই কিয়ার (৬০শতক) জায়গার সাথে ৮শতকের রাস্তাটিসহ ৬৮শতক জায়গা অবৈধ ভাবে নেহার বেগমের নামে মিউটেশন কেইছ নং ১০৩৪/১৪-১৫ইং মাধ্যমে নামজারী করে নেয় আনিছ চক্র। রাস্তা কেটে দেওয়ার ঘটনায় সিরাজ উদ্দিন সুনামগঞ্জ সহকারী জজ আদালতে (স্বত্ব ৩৯/১৪) মামলা দায়ের করেন। দায়েরী স্বত্ব মামলার রায় গত ১৬ জুলাই প্রকাশিত হয়। এ রায় সিরাজ উদ্দিনের পক্ষে আসে।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রুবেল আহমদ মামলার রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলার রায়ের মধ্যদিয়ে প্রমাণ হলো ভূমি আত্মসাতের জন্য জাল-জালিয়াতি করে নামজারী করে মালিক হওয়া যায়না বরং সাজা পেতে হয়।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ মাসুক আলম রায় প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করে বলেন, এ রায়ে ন্যায় বিচার করা হয়নি। ন্যায় বিচারের সার্থে রায়ের বিরুদ্ধে আপিল করবো।
মামলার বাদী আব্দুল রজাক বলেন, এ ভূমিটি মৌরশীস্বত্বে মালিকানায় ভোগ দখল করিয়া আসিতেছেন। আনিছ আলী একজন চিহিৃত ভূমি দস্যু। জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নামজারি করে ভূমিটি আত্মসাতের চেষ্টা চালায়। এ মামলার রায়ে আমি সন্তুষ্ট।

পূর্ববর্তী নিবন্ধ১৫০ রানে অলআউট বাংলাদেশ
পরবর্তী নিবন্ধস্পর্শকাতর বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান