সুনামগঞ্জে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ৬৯০১ মে.টন, চুক্তি ১৯০মে.টন

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে খাদ্য বিভাগের এবছরে আতপ-সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ৬হাজার ৯০১ মে.টন। ২৭০টি চাল কলের মধ্যে ৬টি মিলের মালিক ১৯০মে.টন আতপ-সিদ্ধ চাল দেবার চুক্তি করে। বৈশাখের আগেই চৈত্র মাসের শেষের দিকে ৯০ভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যায়। যার কারণে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে না পেড়ে চাল কলগুলো বন্ধ হয়ে পড়ে। যার ফলে চুক্তি করেনি ২৬৪টি চাল কল। ৩১মে চুক্তির সময়সীমা শেষ হয়েছে। এবছর আতপ চাল ৩৩টাকা কেজিতে ৬হাজার ৩৬৭মে.টন এবং সিদ্ধ চাল ৩৪টাকা কেজিতে ৫৩৪মে.টন চাল কেনার লক্ষ্যমাত্রা ছিল।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চাল কল রয়েছে সুনামগঞ্জ সদরে ৩৬, দক্ষিণ সুনামগঞ্জে ৪২, ছাতকে ২১, দোয়ারাবাজারে ২৭, জগন্নাথপুরে ২৬, দিরাইয়ে ৪৬, জামালগঞ্জে ৩৪, বিশ্বম্ভরপুরে ১৫, শাল্লায় ৩, ধর্মপাশায় ২ ও তাহিরপুরে ১৭টি চাল কল রয়েছে। এর মধ্যে জগন্নাথপুরের ৪টি ও দিরাইয়ের ২টি রাইস মিল খাদ্য বিভাগের সাথে চুক্তি করেছে।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, কল মালিকরাই ইচ্ছে করলে ৬হাজার ৯০১মে.টন চালই সরবরাহ করতে পারতেন। এদিকে, চাল কল মালিকরা বলছেন, ফসল ডুবির কারণে কোন কৃষকের বিক্রি করার মতো এক ছটাক ধানও এবার নেই। অন্য জেলা থেকে ধান এনে বিক্রি করলে লোকসান গুণতে হবে।
ছাতকের গোবিন্দগঞ্জের মিল মালিক আশরাফুর রহমান চৌধুরী বলেন, কোন কৃষকের কাছ থেকে কেনার মতো এক ছটাক ধানও এবার নেই। অন্য জেলা থেকে ধান কিনে এনে ভাঙানোর পর ৪০ থেকে ৪২ টাকা কেজি বিক্রি করতে হবে। অথচ. সরকারের ক্রয় মূল্য করা হয়েছে ৩৩ ও ৩৪ টাকা। এই দামে চাল দেওয়া সম্ভব হবে না বলেই খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা বলেন, প্রত্যেক চাল কল মালিকদের সঙ্গে একাধিক বার বৈঠক করে কথা বলেছি। কিন্তু ৬জন মিলার ছাড়া অন্যরা চাল দেবার চুক্তি করতে রাজি হননি।
উলেখ্য, বৈশাখের আগেই চৈত্র মাসের শেষের দিকে বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। ধান পচে পানি বিষাক্ত হয়ে মরে মাছ, হাস, গরু, মহিষসহ পাখ-পাখালি। পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যে বিপর্যয় নেমে আসে। এতে কৃষি অর্থনীতি চরম হুমকির মুখে পড়ে। দু’মুঠো ভাতের জন্য হাওর জুড়ে হাহাকার আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা দেখা দেয়। সব হারিয়ে স্বাস্থ্য হুমকিতে পড়ে মানুষ। শিক্ষাক্ষেত্রেও মারাত্মক ভাবে আঘাত লাগে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে এলাকা ছাড়ে। কৃষক বাঁচাতে সরকার ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র, প্রান্তিক ও হতদরিদ্র কৃষকের জন্য ভিজিএফ, ওএমএস চালু করে।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় ১২ নারী-পুরুষ অ্যানথ্রাক্স আক্রান্ত
পরবর্তী নিবন্ধবোমা বোমাতঙ্কে জুভেন্টাসের ৬০০ অনুরাগী আহত