সুনামগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্রোরেশন শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্রোরেশন (বিসিক) এর আয়োজনে ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতা সুনামগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।
বৃহস্পতিবার সকাল ১১ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল।
বিসিকের উপ-ব্যবস্থাপক সৈয়দ বখতিয়ারের সভাপতিত্বে ও সহ সম্প্রশারণ কর্মকর্তা মো. মোকারম হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি সজীব রঞ্জন দাস, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুল আলম, বিসিক কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রাজিব রায়, আসাদুজ্জামান সেন্টু, নুরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, তাহিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে ৫০ জন নারী অংশ গ্রহণ করেন। তাদেরকে ৩ দিন বিভিন্ন দক্ষতার উপরে প্রশিক্ষণ দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে বাবা স্বতন্ত্র, ছেলে জাপার প্রার্থী
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সুজনের