সুনামগঞ্জের ছাতকে প্রতারণার অভিযোগে এক ব‌্যক্তি‌ গ্রেফতার

নুর উদ্দিন : ছাত‌কে বালু দেয়ার কথা বলে টাকা এনে বালু না দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে এস আই ম‌হিন উদ্দিনের নেতৃত্বে একদল থানা পুলিশ অ‌ভিযান চা‌লিয়ে পৌর শহরের সুরমা নদীর খেয়া ঘাট এলাকা থেকে সুজন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পু‌লিশ গ্রেপ্তার করে। সে উপজেলার পৌর শহরের তাতিকোনা গ্রামের ফজর আলীর পুত্র।
জানা যায়, খুলনা রুপসা এলাকার মৃত ইছকন্দর আলীর পুত্র সৈয়দ ওবায়দুর ইসলামকে সুজন ছাতক থেকে বালু দেয়ার কথা বলে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। দীঘ‌দিন ধরে বালু না দিয়ে আজ নয় কাল বলে সময় অ‌তিবা‌হিত করে প্রতারনা করতে থাকে। এ ঘটনায় থানায় একা‌ধিক শা‌লিশ বৈঠকও অনু‌ষ্টিত হয়। নিরুপায় হয়ে ওবায়দুর বাদী হয়ে সুজন‌ মিয়াকে প্রধান আসামী করে খুলনা আদালতে গত বছরের ২৭ এ‌প্রিল মামলা দায়ের করেন। এ মামলার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।
ছাতক থানা পু‌লিশ জানান, দেশের বিভিন্ন স্থানের ২০/২৫ বালু ব্যবসায়ীকে ছাতক থেকে বালু দেয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রায় অর্ধকো‌টি টাকা হাতিয়ে নেয় সে। এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন ও‌সি মাহবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসামান্থার সিনেমার সেট নির্মাণে ব্যয় ৩ কোটি রুপি