সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা আনা হচ্ছে: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দা আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে।

বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ তিনটি আর আগামীকাল একটি।

তিনি বলেন, পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। তারপর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন।

উল্লেখ্য, গত সোমবার ১৩৬ জন সুদান প্রবাসী বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলরি থেকে রিকশায় কনটেইনার পড়ে দুই যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধঅসহনীয় গরমের মধ্যে তীব্র যানজট, ভোগান্তি চরমে