সুচির বক্তব্য গ্রহণযোগ্য নয়: ১৪ দল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির দেয়া বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।

বুধবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১৪ দলের নেতারা এ মন্তব্য করেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের ওপর চলা বর্বর নির্যাতন ও গণহত্যার মুখে এ পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানায় জাতিসংঘ।

বাংলাদেশে আসতে গিয়ে নিহত হয়েছেন শতাধিক রোহিঙ্গা। এ ছাড়া অনেকে গুলিতে আহত হয়েছেন। সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাও হারিয়েছেন অনেকে।

কিন্তু মিয়ানমার নেত্রী সুচি তার ভাষণে বলেছেন- অধিকাংশ মুসলিমই রাখাইনে অবস্থান করছে। তিনি মুসলিমরা সেখান থেকে পালাচ্ছে কেন, সেটিও খুঁজে বের করার কথা বলেছেন।

সুচির এমন ভাষণের নিন্দা জানিয়েছেন ১৪ দলের নেতারা।

বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধবিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে রিট
পরবর্তী নিবন্ধএটা নাৎসি বর্বরতার পুনরাবৃত্তি : সুলতানা কামাল