সীতাকুণ্ড অনলা্ইন জার্নালি্ষ্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ
শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ – এ শ্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২১  সেপ্টেম্বর সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেছে। গাছ লাগাই পরিবেশ বাঁচায় এমন দাবী নিয়ে আজ সকাল ১১টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট কে এম হাই স্কুল থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন ছলিমপুর ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী কায়সারুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড স্কাউট কমিশনার জাহাঙ্গীর আলম ভুইয়া,উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, ফৌজদারহাট কে এম হাই স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম , প্রধান শিক্ষক এস এম গোলাম খালেদ, কবি শুক্কুর চৌধুরী, সাংবাদিন ইমাম হোসেন স্ববপন, সীতাকুণ্ড সমিতির সহ সভাপতি লায়ন আলী আকবর জাসেদ,সাজ্জাদ হোসেন, এসএম তবরেজ, জিয়া উদ্দিন শিবলু,তুষান প্রমুখ।সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,সাংবাদিক নাছির উদ্দিন শিবলু, সাংবাদিক মামুনুর রশিদ,সাংবাদিক মেজবাহ খালেদ প্রমুখ। ফৌজদারহাট কে এম হাই স্কুল থেকে শুরু করে ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রাইমারী স্কুল, নর্থ সিটি কিন্ডারগার্টেন, সফিরিয়া মাদ্রাসা, কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রায় ৫শতাধিক ফলজ বনজ ঔষধি গাছের চারা লাগানো হয়েছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উপস্থিত ছিলেন, কালুশাহ বালিকা স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জাফর উল্লাহ , ফৌজদারহাট কলেজিয়েট স্কুল এর প্রধান শিক্ষক এ বিএম কামরুল ইসলাম,নর্থ সিটির মোঃ ফরহাদ হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম , আমেনা বেগম ,সাফিরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজি মুসলেহ উদ্দিন,
পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক
পরবর্তী নিবন্ধকারিগরী শিক্ষাই দিতে পারে বঞ্চিত শিশুদের কর্ম সংস্থানের সু ব্যবস্থা :ডা. ইফতেখার