সীতাকুণ্ডে যমুনা শিপ ব্রেকার্সে বিস্ফোরণে দগ্ধ ৪

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যমুনা শিপ ব্রেকার্সের ব্যবস্থাপক মেজবা উদ্দিন বলেন, ‘জাহাজ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ দেখে ওরা লাফ দেয়। তখন দুজন অগ্নিদগ্ধ আর দুজনের পায়ে আঘাত লেগেছে। ওদের জরুরিভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমাদের অন্যান্য শ্রমিকরাও গেছে।’

আহত শ্রমিকরা হল জাহিদ, সোহেল, ফিরোজ ও মিজানুর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক ফারুখ বলেন, জাহাজ কাটার সময় ছোট কোনো ট্যাংকে গ্যাস জমেছিলো। ওই গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

পূর্ববর্তী নিবন্ধলঞ্চে আগুন: শেবাচিমে পৌঁছেছেন ৭ চিকিৎসক
পরবর্তী নিবন্ধসংলাপে যাবে না বাসদ, ৫ সুপারিশ দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি