সীতাকুণ্ডে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি করায় জরিমানা 

সীতাকুণ্ড, চট্টগ্রামঃ-
দেশে পাটের বস্তার ব্যবহার বাড়াতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বঘোষণানুযায়ী দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ২৪ জুলাই  বিকেলে সীতাকুণ্ড বাজারে পাটের বস্তা ব্যবহার না করার অভিযোগে ৪ চাউল ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এসময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা করে তিন দোকানকে ১৫ হাজার এবং অপর আরেকটি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা  করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন,২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তা না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দণ্ড হয়ে যাবে দ্বিগুণ। পাট মন্ত্রণালয় বলছে, ছয় পণ্যের মোড়কে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

পূর্ববর্তী নিবন্ধবাড্ডা ও মিরপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আওয়ামীলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন