সীতাকুণ্ড,চট্টগ্রাম ঃ
মৌসুমী বায়ুর প্রভাবে গত শনিবার থেকে কয়েক দিনের টানা বৃষ্টিতে সীতাকুণ্ডের প্রায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দূর্বিসহ জীবন যাপন করছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বায়ুচাপের তারতম্য বেশি থাকায় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সীতাকুন্ডর উপজেলার অনেক জায়গায় হাটু ও কোমর পরিমাণ পানি দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা-নর্দমা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ময়লা আবর্জনা অপসারণ না করার কারণে বৃষ্টিতে বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেককে নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বায়ুচাপের তারতম্য বেশি থাকায় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সীতাকুন্ডর উপজেলার অনেক জায়গায় হাটু ও কোমর পরিমাণ পানি দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা-নর্দমা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ময়লা আবর্জনা অপসারণ না করার কারণে বৃষ্টিতে বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেককে নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।