সীতাকুণ্ডে ছেলে ধরা গুজবে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সভা অনুষ্টিত 

মিয়া বাবলা,সীতাকুণ্ড,চট্টগ্রামঃ
সম্প্রতি দেশব্যাপী আলোচিত ছেলে ধরা গুজব ও ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে ২৯ জুলাই  সকাল ১০ টায় সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির  উদ্যোগে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনমাস্টার মতিলাল বড়ুয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর সামছুল আলম আজাদ, সীতাকুণ্ড রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, অধ্যাপক মোঃ সুমন, এভারগ্রীণ স্কুলের পরিচালক মোঃ ইমাম হোসেন,স্থানীয় গ্রাম প্রধান ছালেহ আহমদ,।
সভায় বক্তরা বলেন আইন নিজের তুলে না নিয়ে অন্যায়কারীকে পুলিশের হাতে সপোর্দ করতে হবে। কাউকে কোন রকম সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানাতে হবে। গুজবে কান না দিয়ে জনগনকে সচেতন করতে হবে।
বক্তারা আরও বলেন অনেকে ইচ্ছা করে ট্রেনে পাথর নিক্ষেপ করে তাদেরকেউ আইনের আওতায় আনতে হবে।
পূর্ববর্তী নিবন্ধ‘নোবেলের প্রতি অবিচার করা হয়েছে’
পরবর্তী নিবন্ধঈদে আসছে ‘আড়াল’