সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত

বাবুল মিয়া বাবলা,সীতাকুণ্ড,চট্টগ্রামঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম গতিশীল করা, জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলাসহ পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার পালন করা হয় ‘কমিউনিটি পুলিশিং ডে’ । তারই ধারাবাহিকতায় আজ ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে একযোগে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত হয়। তারই অংশ হিসেবে “পুলিশের সংগে কাজ করি, মাদক-জংঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে সীতাকুুুুণ্ডে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সকালে মডেল থানা পুলিশের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যালি বের হয়। এছাড়া থানা প্রাঙ্গনে আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রংকর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। একইদিন সকালে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে গাড়ির মালিক, চালক শ্রমিক, ইউপি সদস্য, সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্ততরের জনসাধারণ অংশ নেন। আলোচনা সভায় বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আওয়াল চালকদেরকে ট্রাফিক সিগনাল মেনে চলে গাড়ি চালানো, যত্রতত্র লং পার্কিং না করা এবং জনসাধারণকে রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ ব্যবহারের জন্য অনুরোধ জানান।
পূর্ববর্তী নিবন্ধশিপ ব্রেকিং ইয়ার্ড দেশের জন্য আশির্বাদ বয়ে এনেছে: দিদারুল আলম এমপি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্টুডেন্টস এসোসিয়েশনের অভিভাবক সমাবেশ ও পরীক্ষা উপকরণ বিতরণ