পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ধর্ষণের শিকার তরুণীকে হাসপাতালে ফেলে যাওয়া যুবকের ছবি পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ তাঁর ছবি উদ্ধার করেছে। তরুণীও ছবি দেখে তাঁকে শনাক্ত করেছেন। গতকাল সোমবার বিকেলে তরুণীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর গত শনিবার নগরের বোয়ালিয়া থানায় ধর্ষণের একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মুঠোফোনে সম্পর্ক গড়ে তুলে ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৬ মে তরুণীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে আসেন। রাজশাহী কোর্ট স্টেশনে ট্রেন থেকে নেমে যুবক মেয়েটিকে নিয়ে নগরের সাহেব বাজার এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্ট্রারে তাঁদের স্বামী-স্ত্রী পরিচয় লেখা হয়। তরুণী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় হোটেলের রেজিস্ট্রারে সই করার পর তাঁকে বোঝানো হয়, তাঁদের বিয়ে হয়ে গেছে। ওই দিন রাতেই হোটেলকক্ষে তরুণীকে ধর্ষণ করেন যুবক। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে ওই যুবকই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যান। চিকিৎসক রক্তের ব্যবস্থা করতে বললে, তরুণীর স্বর্ণালংকার নিয়ে রক্ত আনতে যাওয়ার নাম করে পালিয়ে যান যুবক। পরের দিন ২৭ মে তরুণীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘ধর্ষণের শিকার তরুণীকে হাসপাতালে ফেলে পালালেন যুবক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল সোমবার বিকেলে তাঁকে ওসিসি থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর পুলিশ তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। তরুণী সিসি ক্যামেরা থেকে সংগৃহীত ছবি দেখে যুবককে শনাক্ত করেন। তবে তরুণীর স্বজনেরা বলেন, হাসপাতালের কাগজপত্রে ও মামলার এজাহারে যুবকের যে নাম-ঠিকানা পাওয়া গেছে, বাস্তবে এই ঠিকানায় ওই নামে কাউকে পাওয়া যাচ্ছে না।
নগরের বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা বলেন, যুবকের ছবি শনাক্ত করা গেছে। এখন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।