সিসিটিভি ভিডিওতে ‘ন্যাম হত্যার দৃশ‌্য’

পপুলার২৪নিউজ ডেস্ক:
কুয়ালালামপুর বিমানবন্দরের একটি সিসিটিভি ভিডিও আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমে ঘুরছে; বলা হচ্ছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের উপর হামলার দৃশ‌্য ধরা পড়েছে সেখানে।

জাপানের ফুজি টিভি ওই ভিডিও সম্প্রচার করার পর বার্তা সংস্থা রয়টার্স, চীনের সিসিটিভি, অস্ট্রেলিয়ার এবিসি নিউজসহ বিভিন্ন সংবাদমাধ‌্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ভিভিওতে দেখা যায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে এক নারী পেছন থেকে এক ব‌্যক্তিকে মুখ পেঁচিয়ে ধরলেন। এক ব‌্যক্তি লুটিয়ে পড়লেন এবং ওই নারী দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন।

কয়েকজন যাত্রীকেও এ সময় পেছন থেকে দৌড়ে যেতে দেখা যায় ভিডিওতে। পুরো ঘটনায় সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।

মালয়েশীয় পুলিশের ধারণা, গত সোমবার ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকউয়ের ফ্লাইট ধরার অপেক্ষায় থাকার সময় তার মুখে শক্তিশালী কোনো বিষ স্প্রে করেন ওই নারী।

এ খুনে জড়িত সন্দেহে একজন উত্তর কোরীয়সহ আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন। সন্দেহের তালিকায় থাকা পলাতক আরও চারজনকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ, এরা সবাই উত্তর কোরিয়ার নাগরিক।

খুনের পেছনে উত্তর কোরিয়া আছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও এর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। পিয়ংইয়ংও খুনের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

কিম জং ন্যাম, উত্তর কোরিয়ার প্রয়াত সাবেক নেতা কিম জং ইলের বড় ছেলে। উত্তর কোরিয়ার ওপর নিজ পরিবারের রাজতান্ত্রিক ধাঁচের নিয়ন্ত্রণের বিষয়ে প্রকাশ্যে সমালোচনামুখর ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাকির নায়েককে টাকা জোগাত দাউদ ইব্রাহিম!
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৫ এপ্রিল