সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। এ কারণে চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়া রেলওয়ে থানা (জিআর) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সকাল সোয়া ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে আসার পর দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়।

আখাউড়া জংশনের স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত বগির উদ্ধার কাজ চলছে। কাজ শেষে ট্রেন চলাচল শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধবাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ 
পরবর্তী নিবন্ধবিরাটের শূন্য করার সঙ্গে আনুশকার কী সম্পর্ক? প্রশ্ন সানিয়ার