সিলেট ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সিলেট ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার ওজন ৬ কেজি ৩২ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে ওই স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা জানান, দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানটি সকাল সাড়ে ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ। এসময় সিটের ওপরের লাগেজ রাখার স্থানে একটি ব্যাগ পায় তারা। সেই ব্যাগ থেকেই ৫২টি স্বর্ণের বার জব্দ করেন তারা। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ কেজি ৩২ গ্রাম ওজনের উদ্ধারকৃত স্বর্ণের দাম ২ কোটি টাকার ওপরে।

তবে বিপুল পরিমাণ স্বর্ণের মালিককে আটক করা যায়নি। স্বর্ণের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান সিলেট কাস্টমসের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
পরবর্তী নিবন্ধছাতক-দোয়ারাবাজারে মানিক ও মিজানের মধ্যে হবে মুল লড়াই