সিলেটে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস সিলেটের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজারদের অংশগ্রহণে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শহরের একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

জিএম অফিস সিলেটের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ।

পূর্ববর্তী নিবন্ধইউসুফ আলী বিআইএফ’র প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হওয়ায় পপুলার লাইফের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধ১০ লাখ টাকা নিয়ে ছেলে ঈশানের সঙ্গে আমিন খানের দ্বন্দ্ব