সিলেটে মৃদু ভূ-কম্পন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তি সিলেটের উত্তরে ভারতে। আবহাওয়া অধিদফতরের টেকনিশিয়ান ইকবাল আহমেদ এ তথ্য জানান।

এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম বলে জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, সিলেটে মৃদু ভূমিকম্পের তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা দুর্যোগের সংবাদ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী আসিফ আকবরের জামিন মঞ্জুর
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদে নারী ক্রিকেটারদের নিয়ে ভূয়সী প্রশংসা