পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিলেটে লালদিঘীর পাড় হোটেল আল আমিনে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিন যুবক।
সোমবার, ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টের শিকার হওয়া তিন যুবক হলেন-লালদিঘীর পাড় ঐশি অ্যাড অ্যান্ড সাইনের কর্মচারী রিপন দাস, কবির আহমদ ও আনছার আলী। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল আল আমিনের সাইনবোর্ড লাগাতে পাঁচতলা ভবনের ওপরে কাজ করছিলেন তিনজন। এক পর্যায়ে ১১ হাজার ভল্টেজের তারে স্পৃষ্ট হয়ে দু’জন ভবনের নিচে পড়ে যান এবং অপর একজন উপরে ঝুলে থাকেন। এ সময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দিলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসাপতালের চিকিৎসকদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আল আমিন হোটেলের ম্যানেজার লুৎফুর রহমানকে আটক করা হয়েছে। তাদের বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।