সিলেটে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি:

সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে দুই ঘণ্টা ধরে চেষ্টার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভয়াবহ আগুন লাগে কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে।

অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মেশিন ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধসিলেটে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধসাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার