পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ আইনি সহায়তার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক সমিতির সভাপতি জমির আহমদ।
বুধবার সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে বিভাগীয় সদর সিলেটের সঙ্গে সড়কপথে যান চলাচল দুপুর নাগাদ বন্ধ ছিল। এ সময় নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো আঞ্চলিক ও দূরপাল্লার বাস। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
সকালে নগরীতে কিছুসংখ্যক সিএনজি অটোরিকশা সকালে চলাচল করলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে তাও বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলী বাসস্ট্যান্ড এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে সিলেট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এক জরুরি সভা থেকে এ ধর্মঘটের ডাক দেন।