সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি অনুমোদন

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ত্রাণ সরবরাহ, অসুস্থ ও আহতদের সরিয়ে নিতে সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব সর্বসম্মতিতে অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

তবে প্রস্তাবের আওতায় কয়েকটি বড় জিহাদিগোষ্ঠী ও তাদের সহযোগীদের না রাখায় প্রস্তাবের কার্যকরিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। -খবর বিবিসি অনলাইন।

সিরিয়ার রাজধানী দামেস্কোর নিকটবর্তী পূর্ব গৌতায় দেশটির সরকারি বাহিনী ব্যাপক বিমান হামলা চালায়।

মানবাধিকারকর্মীরা বলেন, নিরাপত্তা পরিষদের ভোটের পরও বিমান হামলা অব্যাহত রয়েছে।

পূর্ব গৌতায় যুদ্ধবিরতির জন্য বৃহস্পতিবার থেকে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা চালালেও বিশ্বশক্তিগুলো একমত না হওয়ায় দেরি হচ্ছিল।

সিরিয়া সরকার প্রস্তাবে পরিবর্তন আনতে চাইলে পশ্চিমা কূটনীতিকরা মস্কোর বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ তোলেন।

পূর্ব গৌতায় গত রোববার থেকে সরকারি বাহিনীর বিমান হামলায় পাঁচ শতাধিক লোক নিহত হয়েছেন। এ সময়ে দামেস্কো শহরে বিদ্রোহীদের হামলায় ১৬ বেসামরিক লোক নিহত হন।

শনিবারে প্রস্তাবের খসড়ায় ইসলামিক স্টেট, আল কায়েদা ও নুসরা ফ্রন্টকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখার কথা বলা হলে রাশিয়া তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্তির দাবি জানায়।

কিন্তু চূড়ান্ত প্রস্তাবে গোষ্ঠীগুলোর সহযোগী ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সম্পদকে সুনির্দিষ্ট করে এসবের ওপর হামলাকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধমার্চেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবয়স বিবেচনায় খালেদার জামিনের আর্জি, দুদকের বিরোধিতা