সিরিয়ায় ভূমিকম্পে বাবাহারা কিশোরকে জড়িয়ে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশাল অংকের বিনিময়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েই শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনও নিয়মিত শিরোনাম হচ্ছেন হয়তো গোল করে, কিংবা ভিন্ন কোনো ঘটনার জন্ম দিয়ে। এবার এক মানবিক কাজে অংশ নিয়ে দারুণভাবে নন্দিত এবং শিরোনামে আসলেন তিনি।

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৪৫ হাজারেরও বেশি মানুষ। যেখানে বাবাকে হারিয়েছে সিরিয়ার ১০ বছরের কিশোর নাবিল সাইদ। পরিবার বলতে একমাত্র মা রয়েছে তার। সেই নাবিলকে কাছে ডেকে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে বুকে জড়িয়ে ধরলেন। রোনালদোর এই মানবিক মুখের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে দুর্গতদের সাহায্যের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছিল সৌদি আরব। তাদের কাছেই নিজের ইচ্ছার কথা জানিয়েছিল কিশোর নাবিল। জানিয়েছিল, রোনালদোর খেলা সামনে থেকে দেখতে চায় সে। নাবিলের সেই আর্জির ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।

 

পূর্ববর্তী নিবন্ধগুলিস্তানে উদ্ধার অভিযান আপাতত স্থগিত
পরবর্তী নিবন্ধনাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩