পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বিমান হামলায় শতাধিক আল-কায়েদার সদস্য নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। এটি ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার শেষমুহূর্তে চালানো দ্বিতীয় বৃহৎ হামলা।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টের জেফ ডেভিস জানান, ২০১৩ সাল থেকে ইদলিবের এ প্রশিক্ষণ শিবিরটি চলছিল। এখানে বি-৫২ যুদ্ধবিমান এবং ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি আল-কায়েদার বিরুদ্ধে ধারবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে, বৃহস্পতিবারের হামলা তারই অংশ।
এর আগে লিবিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) দুটি শিবিরে বি-২ স্টিল্থ বিমান এবং যোদ্ধ দিয়ে হামলা চালায় মাকির্ন বাহিনী। এতে ৯০ জন নিহত হয়।