সিরিয়ায় গত বছর প্রাণ হারায় ৭ হাজার বেসামরিক নাগরিক

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরিয়ায় ২০১৮ সালে দেশি-বিদেশি বিভিন্ন বাহিনীর হাতে নারী ও শিশুসহ কমপক্ষে ৬ হাজার ৯৬৪ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। গত ১২ জানুয়ারি লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়া নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) ওই রিপোর্ট প্রকাশ করে। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

এসএনএইচআরের প্রতিবেদনে বলা হয, নিহতদের মধ্যে বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনীর হাতেই নিহত হয়েছেন কমপক্ষে ৪ হাজার ১৬২ জন। এদের মধ্যে ৭১৩টি শিশু ও ৫৬২ নারী রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ বাহিনীর হামলায় ৪৬৭, মার্কিন জোটের হামলায় ৩১৭, জঙ্গি সংগঠন আইএসের হাতে ৪৪৬ এবং ওয়াইপিজি/পিকেকের হাতে কমপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া প্রায় আট হাজার বেসামরিক লোককে গ্রেফতার করা হয়েছে। বেসামরিক নাগরিকদের পাশাপাশি ২৪ সংবাদকর্মী নিহত, ২৮ আহত ও ৩১ জন গ্রেফতার হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ১৫ মার্চ
পরবর্তী নিবন্ধতেরেসা মের ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে প্রত্যাখ্যান