সিরিয়ায় আইএসের সঙ্গে সংঘর্ষে ২৩ সেনাসহ নিহত ৭৩

পপুলার২৪নিউজ ডেস্ক:
জঙ্গি গোষ্ঠী আইএস এবং সেনাবাহিনীর সংঘর্ষে সিরিয়ায় ৭৩ জন নিহত হয়েছেন। ব্রিটেনের মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় এই বিপুল প্রাণহানি ঘটেছে।

জানা গেছে, শনিবার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে নামে সিরিয়ার সেনাবাহিনী। সেই অভিযানে কমপক্ষে ৫০ জন আইএস জঙ্গি প্রাণ হারিয়েছে। একইসঙ্গে প্রাণ গেছে প্রায় ২৩ জন সিরিয়ান যোদ্ধার। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর মতে আইএস জঙ্গিরা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয় এবং ওই সংঘর্ষে ৫০ সন্ত্রাসী মারা যায়। সংঘর্ষে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধাদের ২৩ জন নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি বলছে, দেইর আয-যোর ও ফোরাত নদীর মাঝে সন্ত্রাসীরা এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। সিরিয়ার সেনারা দেইর আয-যোরের কাছে দুটি এলাকা পুনরুদ্ধার করেছে। পাশাপাশি দেইর আয-যোরের একটি স্টেডিয়ামও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দুই পক্ষের মধ্যে বড় রকমের গোলাগুলি চলছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।

কলকাতা টুয়েন্টিফোর।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯
পরবর্তী নিবন্ধগুলশানে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ