সিরিয়ার শিশুদের নিয়ে অপুর ভিডিওবার্তা

 পপুলার২৪নিউজ ডেস্ক :

সিরিয়ায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। নিপীড়ন করা হচ্ছে সেখানকার সাধারণ মানুষের ওপর। বিশেষ করে শিশুদের ওপর চালানো নিপীড়নের কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় গোটা বিশ্বের মানুষের মধ্যেই মানবতাবোধ জেগে উঠেছে।

হলিউড বলিউডের অনেক তারকারাই এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুখ খুলছেন। মুখ খুলছেন বাংলাদেশের তারকারাও। এর মধ্যে ঢাকাই ছবির নায়িকা অপু ইসলাম সিরিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

নিজের ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় সিরিয়ার নিপীড়িত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ নায়িকা। তিনি ফেসবুকে নিজের ওয়ালে লিখেন, ‘আমরা সব অশান্তির নিরসন চাই, আমরা সবসময় মানবতার গান গাই।

ভিডিও বার্তায় অপু বলেন, ‘এই ভিডিওটি সিরিয়ায় বসবাসরত শিশুদের উদ্দেশে। আমরা জানি যে, তোমরা অনেক নির্যাতিত হচ্ছ। আমি একজন মা। একজন চলচ্চিত্রশিল্পী। জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম। আমার মতে, তোমরাই সত্যিকারের যোদ্ধা। আশা হারিও না। পুরো বিশ্ব তোমাদের সঙ্গে আছে। আমরাও তোমাদের সঙ্গে আছি।’

পূর্ববর্তী নিবন্ধপ্রেমে মজেছিলেন ক্যাটরিনা-আকাশ আম্বানি (ভিডিও)!
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাংকের প্রেতাত্মারা অর্থ মন্ত্রণালয়ে বসে আছে: পাট প্রতিমন্ত্রী