পপুলার২৪নিউজ ডেস্ক:
বাবর আজমের ক্যারিয়ার সেরা ব্যাটিং ও হাসান আলীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ক্যারিবীয়দের বিরুদ্ধে ৭৪ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ওডিআইতে রোববার গায়ানায় সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করে বাবর আজমের অনবদ্য সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ২৮২ রান সংগ্রহ সফরকারী পাকিস্তান। বাবর ১৩২ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ছিল সাতটি চার ও তিনটি ছক্কায় সাজানো। নিজের ২৪তম ওডিআইতে বাবর আজমের এটি চতুর্থ সেঞ্চুরি।
এছাড়া ইমাদ ওয়াসিম ৩৫, মোহাম্মদ হাফিজ ৩২, কামরান আকমল ২১ এবং অধিনায়ক সরফরাজ আহমেদ ২৬ রান করেন। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকানো বাবর ইমাদের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১১ ওভারে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তোলেন। দুটি উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।
২৮৩ রানের জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৪.৫ ওভারে মাত্র ২০৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জেসন ওমর হোল্ডার। তিনি ৬৮ রান করেন। তার ইনিংসটি ছিল ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো। এছাড়া শেষদিকে অ্যাশলে নুরসি ৪৪ রান করে স্বাগতিকদের শুধু হারের ব্যবধানেই কমিয়েছেন।
পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩৮ রানে পাঁচটি উইকেট শিকার করে ক্যারিবীয়দের ইনিংসে ধস নামান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান বাবর আজম।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্টইন্ডিজ। এর ফলে সিরিজে বর্তমানে ১-১ ম্যাচে সমতায় রয়েছে দু’দল।