সিরিজ বোমা হামলার ঘটনায় আটককৃত ৮জনের জামিন নামঞ্জুর

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :

সারাদেশের ন্যয় খাগড়াছড়িতেও সিরিজ বোমা হামলার ঘটনায় আটক ১১ জেএসবি সদস্যের বিরুদ্ধে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। আজ খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য’র আদালতে আটককৃতদের বিরুদ্ধে তিন ব্যক্তি স্বাক্ষগ্রহণ শেষ হয় । আদালত আগামী ৯ আগষ্ট মামলার পরবর্তী স্বাক্ষ গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে কড়া পুলিশী নিরাপওা ব্যবস্থায় সকালে জেএমবি সদস্যদের আদালতে হাজির করা হয়। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

খাগড়াছড়ি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)এডভোকেট বিধান কানুনগো জানান, আদালতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্য্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি প্রবৃতি চাকমা, ব্যবসায়ী নুরুল আলম ও আবদুল জব্বারের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। আগামী ৯ আগষ্ট ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহেণর কথা রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতার জেএমবি সদস্যরা হলেন চট্রগ্রাম বিভাগীর প্রধান আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, মজ্ঞুর মিয়া, রুহুল আমিন সুফি, ফারুক মিয়া, ইসমাইল হোসেন জমারদার এবং আইয়ুব। এরমধ্যে জামিনে আছেন তিন জেএমবি সদস্য। তাঁরা হলেন এমদাদ মাস্টার, হাসান মাহমুদ ও আবদুল করিম।
২০০৫ সালের ১৭ অগাষ্ট সকাল সাড়ে এগারোটার সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালত, শাপলা চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের নীচতলা ও আধুনিক সদর হাসপাতাল এলাকায় সিরিজ বোমা হামলা চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধহিন্দি গানের মিউজিক ভিডিওতে বাংলাদেশের মাহিম
পরবর্তী নিবন্ধভাইরাল অভিনেত্রীর পোল ডান্স ইনস্টাগ্রাম পোস্ট