পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিজ জয়ে বাংলাদেশের সামনে ২৮১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই খেলছে। তবে শ্রীলংকা দলে একটি পরিবর্তন এসেছে। নুয়ান প্রদীপের জায়গায় একাদশে ঠাঁই পেয়েছেন সেকুগে প্রসন্ন।
তিন ম্যাচ সিরিজের একটি বৃষ্টি ভেস্তে দিয়েছে। আরেকটিতে বাংলাদেশ দাপটের সঙ্গে ৯০ রানে জিতেছে।
ফলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে।
জিততে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। আট বছর পর বিদেশের মাটিতে সিরিজ জেতা হবে মাশরাফিদের। সঙ্গে আরও শক্ত হবে র্যাংকিংয়ে সপ্তম অবস্থান।
তবে ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডের মতো আজকের দিনের ম্যাচটিও যদি বৃষ্টির কারণে না হয়, তাতেও লাভ হবে বাংলাদেশের। একটা ম্যাচ জিতেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।