সিরিজ জয় থেকে ‘এক বল’ দূরে ছিলাম: টিম সাউদি

স্পোর্টস ডেস্ক : ৮০ রানে পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পর জয়ের প্রহর গুনছিল নিউ জিল্যান্ড। কিন্তু সরফরাজ আহমেদের কাউন্টার অ্যাটাকে কিউইদের সেই আশায় জল ঢেলে দেয় পাকিস্তান। তবে হার না মানা কিউইরা লড়াইটা নিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু ভাগ্য সহায় হয়নি।

জয়ের জন্য পাকিস্তানের যখন প্রয়োজন ১৫ রান আর নিউ জিল্যান্ডের ১ উইকেট তখন আম্পায়ার শেষ দিনের খেলার ইতি টানেন। ম্যাচটি ড্র হয়। শুধু তাই নয়, দুই ম্যাচ সিরিজের ইতি ঘটে ড্রতে। কেউ জেতেনি আবার কেউ হারেওনি। তবে আক্ষপে পুড়ছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

সাউদি বলেন, ‘টেস্ট ম্যাচ জয়ের জন্যই খেলবেন আপনি, আমরা এর মধ্যেই ছিলাম। দুই দলেরই জয়ের সম্ভাবনা ছিল। এটা বেশ কঠিন ছিল কিন্তু ছেলেরা পরিশ্রম করেছিল এবং আমরা সিরিজ জয় থেকে এক বল দূরে ছিলাম।’

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড ৪৪৯ রান করে। পাকিস্তান খেলতে নেমে ৪০৮ রানে থামে। ৪১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২৭৭ রান করে ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৯। দ্রুত উইকেট হারিয়ে ধুঁকতে থাকলেও সরফরাজের অনবদ্য সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০৪ রান করে স্বাগতিকরা।

 

পূর্ববর্তী নিবন্ধধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনায় লিওনেল ও লিওনেলা নাম বেড়েছে ৭শ শতাংশ