সিরাজগঞ্জে নব্য জেএমবির সদস্য ৩ সহোদর গ্রেফতার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির তামিম-সরোয়ার গ্রুপের সদস্য তিন সহোদরকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ধুবিল বটতলা এলাকা থেকে র‌্যাব-১২ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সলঙ্গা থানার ওলিপুর দক্ষিণ পাড়ার মাকসুদুর রহমানের ছেলে জেএমবির পলাতক সদস্য মামুনুর রহমান রশীদ ওরফে মামুন (৩৮) এবং অপর দুই ভাই নাজিবুল বাশার ওরফে নাজিম (৩০) ও আব্দুল্লাহ বিন মাকসুদ ওরফে মাসুদ রানা (৩২)।

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার (উপ-পরিচালক) মেজর সাফায়াত আহমেদ সুমন জানান, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ভোরে গোয়েন্দা পুলিশ সলঙ্গা থানার এরান্দহ গ্রামে জেলা জেএমবি’র শায়েখ জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে শায়েখ জয়নাল আবেদীন ও তার দুই ছেলেসহ জেএমবির ৪ সদস্যকে আটক করে।

পরে, তাদের জিজ্ঞাসাবাদে নাজিম, মামুন ও মাকসুদের নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার চার্জশিটভুক্ত আসামী ওই তিন সহোদর। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় আইসিটির ৫৭ ধারার মামলায় দুই সাংবাদিক কারাগারে
পরবর্তী নিবন্ধবুশার্ডের কাছেই হারলেন শারাপোভা