সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ চালক নিহত

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার ভোরে উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান জানান, ভোরে উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে তেলের বড় দরপতন