সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ফের ধস

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শহর রক্ষা বাঁধে আবারো ধস দেখা দিয়েছে। ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বাঁধ দ্বিতীয় সপ্তাহের ব্যবধানে ৫০ মিটার এলাকা জুড়ে ধসে গেছে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার ভোরে ৬নং প্যাকেজের চৌহালী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রসা রোড এলাকায় জিও ব্যাগ ও সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

নির্মাণ কাজে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দুই সপ্তাহের ব্যবধানে বাঁধটি পর পর দু’বার ধসে গেল বলে এলাকাবাসীর অভিযোগ।

নির্মাণাধীন উপজেলা চৌহালী শহর রক্ষা বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ যুগান্তরকে বলেন, নির্মাণাধীন বাঁধটির ওই এলাকার তলদেশ থেকে মাটি সরে গর্তের সৃষ্টি হওয়ায় ধসের ঘটনা ঘটেছে। এতে বাঁধের স্লোপে বিছানো সিসি ব্লক ও নিচের জিও ব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

তিনি জানান, বর্তমানে ধসে যাওয়া স্থানে মেরামতের কাজ চলছে। এতে বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই বলেও জানান শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল প্লে-অফের সময়সূচি
পরবর্তী নিবন্ধধর্ষণের সময় নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল : বিল্লাল