সিপিএল খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

পপুলার২৪নিউজ ডেস্ক:
১১ বছর পর বাংলাদেশে সাদা পোশাকের ক্রিকেটে অংশ নিতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বেশ কয়েকবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে খেলতে আসার বিপক্ষে অবস্থান নেয়ায় এবার তাদের সফরটি বেশ আলোচিত একটি বিষয়।

তবে জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পাননি।

অবশ্য ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলার আমন্ত্রণে টেস্ট দলে না খেলার আক্ষেপ অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি।

সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামবেন রিয়াদ। আর এর মধ্যদিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে সিপিএল মাতাবেন ডানহাতি এ অলরাউন্ডার।

এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ সিপিএলে অংশ নেন।

ইতোমধ্যে ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র পেতে আবেদন করেছেন রিয়াদ। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন। শুক্রবার প্রথম ম্যাচ খেলতে পারবেন সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে। সিপিএল খেলার অনুমতি পেলে পুরো আসরেই জ্যামাইকার তাঁবুতে থাকবেন এই টাইগার ব্যাটসম্যান।

গণমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা আমার জন্য বড় সুযোগ। আশা করছি একাদশে থাকার সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব।’

পূর্ববর্তী নিবন্ধনারী পুলিশ ধর্ষণ : কনস্টেবল আরিফুল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচীন-ভারত সেনাদের হাতাহাতির ভিডিও ফাঁস, অনলাইনে ঝড়